Bangla Tips
Public | 22-May-2025

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় কি?

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় নিচে দেওয়া হল। ✒ না বলতে শিখুন। কারও কথায় আপনি কষ্ট পাচ্ছেন বা অস্বস্তি বোধ করছেন? তাকে স্পষ্টভাবে না বলুন। ✒ সোশ্যাল মিডিয়া পরিষ্কার করুন। অনলাইনে নেগেটিভ বা টক্সিক মানুষদের ফলো করা বন্ধ করুন। তাদেরকে আনফলো/মিউট/ব্লক করতে পারেন। ✒ নিজেকে বেশি বেশি সময় দিন। পড়াশোনা, মেডিটেশন, গান শোনা, বই পড়া, হাঁটা... যা আপনাকে শান্তি দেয়। সেগুলোতে বেশি সময় দিন। ✒ ভদ্রভাবে দূরে থাকুন। ঝগড়া না করে, কৌশলে নিজেকে সরিয়ে নিন। নেগেটিভ মানুষদের সব কথার জবাব দেবার কোনো দরকার নেই। You don’t have to attend every argument you’re invited to. ✒ ভালো মানুষদের সাথে সময় কাটান। যাঁরা আপনাকে বিভিন্ন কাজে উৎসাহিত করে, পজিটিভ কথা বলে, তাদের সঙ্গেই বেশি বেশি সময় কাটান। Surround yourself with people who feel like sunshine, not storms. ✒ নিজের সময় ও শক্তি বাঁচান। নেগেটিভ মানুষ আপনার সময় চুরি করার চেষ্টা করে। তাদের সাথে সময় না কাটিয়ে, নিজেকে গড়ার পেছনে সময় দিন। ৭/ নিজের আত্মসম্মান ধরে রাখুন। টক্সিক বা নেগেটিভ মানুষ আপনাকে তাদের মতো নিচে নামাতে চাইবে, ভুলেও তাদের এ ফাঁদে পা দিবেন না। মনে রাখবেন, কারও সঙ্গে তর্ক করে জেতার চেয়ে আপনার জীবনের শান্তি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ।
Follow Us Google News
View (201) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now