অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না। সফল কোন লোকই অন্য কারও মতো নয়। সবাই নিজের মতো।
View (11,080) | Like (1) | Comments (0)পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল। নিজে সংশোধন হওয়া। আর সব চাইতে সহজ কাজ হল। অন্যের সমলোচনা করা। - হযরত আলী (রাঃ)
View (4,916) | Like (0) | Comments (0)জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাত্ব ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন।
View (9,703) | Like (2) | Comments (0)শরীরের সবথেকে দামী অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না।
View (6,448) | Like (0) | Comments (0)এই পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়, হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট।
View (3,840) | Like (0) | Comments (0)বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না।
View (10,795) | Like (1) | Comments (0)ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট।
View (10,702) | Like (2) | Comments (0)আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত ওই মানুষটার জন্য বাড়িয়ে দিতে পারি, যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,834) | Like (6) | Comments (0)বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ নিশ্চিত! ১। নিঃস্বার্থে উপকার করলে! ২। কাউকে টাকা ধার দিলে! ৩। ভদ্র ব্যবহার করলে!
View (11,199) | Like (6) | Comments (0)তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।
View (9,965) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now