আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
View (12,157) | Like (3) | Comments (0)চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো।
View (10,704) | Like (0) | Comments (0)এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কলকাকলি, এই গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনবো, ভোরের খোলা হাওয়ায় বুক ভোরে শ্বাস নিতে পারবো - কি করে আমি জীবনকে ভালো না বেসে থাকতে পারি?
View (11,356) | Like (1) | Comments (0)নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।
View (11,277) | Like (1) | Comments (0)নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না।
View (12,007) | Like (3) | Comments (0)সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে। আর অসাধারণ সফল মানুষের ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ করা বন্ধ করে না।
View (10,787) | Like (0) | Comments (0)আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন।
View (3,309) | Like (0) | Comments (0)বাবা এমন একটি ছাতা! যেটাকে ঝড় তুফান দুঃখ-কষ্ট কিছুই ভেদ করতে পারে না।
View (4,581) | Like (4) | Comments (1)স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। - (রবীন্দ্রনাথ ঠাকুর)
View (12,537) | Like (0) | Comments (0)ফুল বিক্রেতা নিজেও জানেনা, সে নিজেই ফুল।
View (4,252) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now