তিন চাকরি এই বয়সেই! সকালে সে পত্রিকা বিক্রি করে, বিকেলে সে ফল বিক্রি করে; মাঝের সময়টাতে চায়ের দোকানে বয়ের কাজ করে। অসুস্থ বাবা-মায়ের ঔষধ থেকে শুরু করে সকাল-বিকালের খাবার নিশ্চিত করতে অমানুষিক শ্রম দিয়ে যায়। এর মাঝেও সে স্কুলে যায়। নয়টা বাজলে ভালো কাপড় পরে বইখাতা নিয়ে হাজিরা দেয় বিদ্যানন্দের প্রথম শ্রেণীতে। খুব মনোযোগী এই ছাত্রকে আমরা সুপারম্যান বলি, দোয়া করবেন যেন তাঁর স্বপ্ন যেন পূরণ হয়।
View (12,129) | Like (0) | Comments (0)জীবন মনে কিছু অপূর্ণ ইচ্ছে... পূরণের আশায় সংগ্রাম করে যাওয়া।
View (17,715) | Like (0) | Comments (0)যে জীবন সংগ্রাম করে না! সে জীবন পূর্ণতা পায় না। - কাজী নজরুল ইসলাম।
View (16,332) | Like (0) | Comments (0)ধৈর্য ধরো। মনকে শক্ত করো, মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময় এর পরেই ভালো সময় আসে।
View (13,027) | Like (0) | Comments (0)জীবনের সমীকরণ মেলানোর বৃথা চেষ্টার দরকার নেই! জীবন যেভাবে পরিচালিত করছেন করুন! তবে খেয়াল রাখবেন, যেই পথে এগিয়ে যাচ্ছেন! সেটি আপনার জন্য সঠিক কি-না। কেননা জীবনে সাফল্য অর্জন করার অন্যতম মাধ্যম জীবনকে সঠিক ভাবে পরিচালনা করা।
View (16,871) | Like (0) | Comments (0)মানুষ বড়ই অদ্ভুত বটে। কীসে তার সুখ সে নিজেও জানে না। যেটা পায় সেটাকে আঁকড়ে না-ধরে বরং যা দখলের বাইরে তা পাওয়ার জন্য ছটফট করে!
View (2,576) | Like (0) | Comments (0)সময় আজ অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, তবে সব ঠিক হয়ে যাবে। একটা সময় কিন্তু, সময় যা শিখিয়ে দিয়ে যাচ্ছে, তা মনে থাকবে সবসময়!?
View (17,363) | Like (0) | Comments (0)রং ভড়া জীবন... জং ধরে শেষ... এক পাষে শুরু অন্য পাশে শেষ...
View (3,732) | Like (0) | Comments (0)শহরে সবাই স্বপ্ন নিয়ে আসে। কারো স্বপ্ন পূরণ হয়, কেউ কেউ হতাশ হয়ে ফিরে যায়।
View (15,970) | Like (0) | Comments (0)পুরুষ আটকায় বেকারত্বে, আর শূন্য পকেটে, কারন এই সময় কেউ পাশে থাকে না!
View (16,743) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now