আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন। তাতে কিছু যায় আসে না। কারণ আপনার একটি জয় হল সমস্ত হারের যোগ্য জবাব।
View (5,304) | Like (0) | Comments (0)জীবন ক্ষনস্থায়ী, অবস্থান, সম্পদ, সম্পত্ত ও শরীর একই মাত্রার, তাই মানবিক হওয়ার কোন বিকল্প সুযোগ নেই।
View (11,458) | Like (1) | Comments (0)হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।
View (10,020) | Like (0) | Comments (0)তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নায় দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে।
View (3,855) | Like (1) | Comments (0)প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো : ১) আমি সেরা। ২) আমি করতে পারি। ৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। ৪) আমি জয়ী। ৫) আজ দিনটা আমার। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,959) | Like (6) | Comments (0)চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।
View (10,819) | Like (0) | Comments (0)অতীত বা ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই, বরং বর্তমানই সব। কিছু বলার থাকলে এখনই বলতে হবে। কিছু করার থাকলেও এখনই করতে হবে। কারন, অতীত হচ্ছে চোরাবালি আর ভবিষ্যৎ হলো একটা মরিচীকা!
View (11,744) | Like (1) | Comments (0)জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে।
View (3,897) | Like (1) | Comments (0)যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাঁসি মুখে উদযাপন করতে পারেন।
View (10,763) | Like (1) | Comments (0)কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে।
View (10,880) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now