মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে, মানুষকে দিয়ে আরও ভালো কিছু করানো।
View (11,098) | Like (1) | Comments (0)সুখ আর দুঃখ একে-অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক।
View (11,299) | Like (0) | Comments (0)নিজেই তো নিজের মনের মতো হতে পারিনি, অন্যকারোর মনের মতো হবো কি করে।?
View (5,978) | Like (1) | Comments (0)অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোন লাভ নেই। এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোন লাভ নেই, কারণ তাতো এখনও আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো।
View (5,651) | Like (0) | Comments (0)সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে। আর অসাধারণ সফল মানুষের ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ করা বন্ধ করে না।
View (10,441) | Like (0) | Comments (0)বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না।
View (11,437) | Like (1) | Comments (0)নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,892) | Like (2) | Comments (0)পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল। নিজে সংশোধন হওয়া। আর সব চাইতে সহজ কাজ হল। অন্যের সমলোচনা করা। - হযরত আলী (রাঃ)
View (5,608) | Like (0) | Comments (0)যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি, আমি চেষ্টা করে যাবো। কারণ এখন আমিই সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি; আমি যদি যথেষ্ট চেষ্টা করি, আমি জিতবই।
View (11,406) | Like (4) | Comments (0)শরীরের সবথেকে দামী অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না।
View (7,096) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now