যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না। কারণ FAIL শব্দটার একটা ভিন্ন অর্থ আছে- First Attempt in Learning অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। - এ. পি. জে. আবদুল কালাম
View (12,121) | Like (6) | Comments (0)যখন তুমি কারও প্রতি অত্যধিক মায়া বাড়াতে থাকবে। তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হতে থাকবে। এটাই হলো চরম বাস্তবতা।
View (12,399) | Like (0) | Comments (0)জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।
View (11,274) | Like (1) | Comments (0)নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না।
View (12,002) | Like (3) | Comments (0)স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (12,058) | Like (3) | Comments (0)রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। রহমতের এই মাসে, মাহে রমজানের শুভেচ্ছা।?❤️
View (11,571) | Like (0) | Comments (0)একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো! ?
View (10,503) | Like (1) | Comments (0)যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় হয়। তার বৃদ্ধ বয়সকে এক স্বর্ণযুগ বলা যায়।
View (12,083) | Like (0) | Comments (0)দুঃখ কষ্টের একেকটি দিনকে যেন হাজার দিন মনে হয়। আর সুখের হাজারটা দিনকেও যেন একটি দিন মনে হয়।
View (11,351) | Like (0) | Comments (0)বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। চেষ্টা কর, তুমিও পারবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,925) | Like (5) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now