সস্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠাৎ চমকে! ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (11,601) | Like (1) | Comments (0)আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে, এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (11,539) | Like (1) | Comments (0)ছোটবেলায় একটা মুহূর্ত সব সময়ই থাকেই যখন দরজাটা খুলে যায় এবং ভবিষ্যতকে আমন্ত্রণ জানায়। — গ্রাহাম গ্রিনি
View (11,907) | Like (0) | Comments (0)জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন! প্রথম জন হচ্ছে স্বার্থপর। আর দ্বিতীয় হচ্ছে অহংকারী। কারন এরা কখনো মানুষ হয় না।
View (12,811) | Like (3) | Comments (0)যারা মানুষের গায়ের রং, উচ্চতা, ফেস নিয়ে ট্রল করে, তারা মানুষের কাতারেই পড়ে না।
View (10,920) | Like (0) | Comments (0)সঠিক সময়ের অপেক্ষায় থাকলে সেই সময়টা আর কখনোই আসবে না। তাই এখন যে অবস্থাতেই আছেন, সেটাকেই সঠিক সময় বানিয়ে পথে নেমে পড়ুন।
View (5,619) | Like (0) | Comments (0)আমরা কেউই অবহেলিত হতে চাই না! কারণ মানুষের সহজাত প্রবৃত্তি অন্যের দৃষ্টিতে আসতে চাওয়া।
View (11,816) | Like (4) | Comments (0)সফলতা ছাড়া পুরুষের কোনো মূল্য নাই! সেটা পরিবার হোক বা সমাজ! কথা গুলো কি ঠিক?
View (11,076) | Like (2) | Comments (0)আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি কারণ আমার বাকি জীবনটুকু সেখানেই কাটাতে চলেছি। — জর্জ বার্নস
View (11,878) | Like (4) | Comments (0)ভবিষ্যত মূলত নির্ভর করে, আজ আমরা কি করছি তার উপরে। — মহাত্মা গান্ধী
View (11,555) | Like (3) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now