মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। ____হযরত আলী (রা:)
View (11,376) | Like (0) | Comments (0)তুমি নামাজ পড়া শুরু করো, নামাজ তোমার জীবন বদলাতে শুরু করবে। (ইন-শা-আল্লাহ)
View (11,714) | Like (8) | Comments (0)তোমরা সিজদায় বেশি- বেশি দোয়া করো। কেনোনা সিজদা হচ্ছে দোয়া। কবুলের উপযুক্ত সময়। (মুসলিম হাদিস : ৮৭০)
View (11,246) | Like (5) | Comments (0)ইয়া আল্লাহ মৃত্যু যখন দিবা, সিজদা অবস্থায় দিও। আমিন
View (11,829) | Like (7) | Comments (0)৪টা কাজ রিজিক বেড়ে যায়। ১. রাত জেগে তাহাজ্জুদ পড়া। ২. সূর্য উঠার আগেই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। ৩. প্রতিদিন দান-সদকা করা। ৪. দিনের শুরুতে ও শেষে আল্লাহর যিকর করা।
View (4,611) | Like (0) | Comments (0)গাছ পাকা খেজুর।
View (3,081) | Like (2) | Comments (0)দুনিয়াতে একটি মাত্র ঘর। যার নাম ❝কাবা ঘর❞। যার উপর দিয়ে আজ পর্যন্ত কোন পাখি বা বিমান উড়ে যেতে পারে নি।
View (11,180) | Like (2) | Comments (0)কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না! সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে, তোমার থেকেও উত্তম হয়ে গেছে।
View (10,664) | Like (2) | Comments (0)রিযিক!❤️ রিযিক মানে সবসময় খাবার, টাকা-পয়সা, সম্পদ আর স্বচ্ছলতা নয়, দিনের জ্ঞান, উত্তম আমলের সুযোগ, সু'সন্তান, সংসারে শান্তি, অন্তরের প্রশান্তি, উত্তম চরিত্র আর সবর করতে পারার শক্তি ও রিযিকের অন্তর্ভুক্ত, আল্লাহর কাছে যখন রিযিক চাইবেন, তখন এগুলোও চাইতে পারেন!??
View (15,952) | Like (0) | Comments (0)অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। - হজরত আলী (রা.)
View (10,708) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now