আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো-মন্দ বিচার করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।
View (10,367) | Like (1) | Comments (0)দুঃখ কষ্টের একেকটি দিনকে যেন হাজার দিন মনে হয়। আর সুখের হাজারটা দিনকেও যেন একটি দিন মনে হয়।
View (10,288) | Like (0) | Comments (0)নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,218) | Like (2) | Comments (0)পৃথিবীতে এমন কোনো হতাশা আসেনি, যা আশাকে পরাজিত করতে পারে।
View (10,482) | Like (1) | Comments (0)যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না। কারণ FAIL শব্দটার একটা ভিন্ন অর্থ আছে- First Attempt in Learning অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,090) | Like (6) | Comments (0)নিজেই তো নিজের মনের মতো হতে পারিনি, অন্যকারোর মনের মতো হবো কি করে।?
View (5,294) | Like (1) | Comments (0)আমার ব্যর্থতা নিয়ে আমি অনেক ভালো আছি। সবার তিরস্কার নিয়েও আমি বেচে তো আছি!
View (4,391) | Like (0) | Comments (0)দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম - জীবনযুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার।
View (10,403) | Like (1) | Comments (0)বাচ্চাটি তার মা এর চোখে পানি মুছে দিচ্ছে।
View (3,750) | Like (4) | Comments (0)দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে, সময় শেষ হলে সবাই হারিয়ে যাবে।
View (4,586) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now