যখন ছোট ছিলাম... সব ভুলে যেতাম... সবাই বলতো, মনে রাখতে শেখো... বড় হলাম, কিছু ভুলিনা এখন। কিন্তু দুনিয়া বলছে, ভুলে যেতে শেখো।
View (10,693) | Like (6) | Comments (0)আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই। – সুইফট
View (10,456) | Like (1) | Comments (0)রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে! হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। - কাজী নজরুল ইসলাম
View (10,973) | Like (4) | Comments (0)জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তি সহকারে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।
View (4,442) | Like (10) | Comments (0)নষ্টদের কোন দল নেই। এরা স্বার্থের জন্য সকল পরিচয়েই পরিচিত হতে চায়। যা তাদের স্বার্থের অনুকূলে যায়। — নষ্ট আজাদ
View (10,737) | Like (2) | Comments (0)বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। — মিল্টন।
View (10,764) | Like (4) | Comments (0)মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে। মুরুব্বি কোন মানুষ মা- মা বলেপিঠে হাত বুলাচ্ছে – সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে। — হুমায়ূন আহমেদ
View (10,180) | Like (1) | Comments (0)দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। — হুমায়ূন আজাদ
View (10,845) | Like (3) | Comments (0)যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। — আমার ছেলেবেলা (হুমায়ূন আহমেদ)
View (10,399) | Like (3) | Comments (0)ভুলটা শুধু আমারি ছিল। কারণ স্বপ্নটা যে, আমি একাই দেখে ছিলাম।
View (10,570) | Like (7) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now